বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। ছবি : বাংলাবার্তা
একাধিক পদে লোকবল নেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ। ৮ ক্যাটাগরিতে ১২ জনকে নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।চাকরি প্রত্যাশীদের দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে।
এক. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা, পদ সংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস বা বিডিএস ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সাইন্স বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গ্রেড-৯ম
আরও পড়ুন>>৩ ক্যাটাগরিতে জনবল নেবে ব্যান্সডক
দুই. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-১৩
তিন. পদের নাম: ক্যাশিয়ার, পদ সংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রিসহ ক্যাশিয়ার পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। গ্রেড-১৪
৪. পদের নাম: লাইব্রেরী এটেনডেন্ট, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড-১৮
৫. পদের নাম: লিফটম্যান, পদ সংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-১৮
৬. পদের নাম: বাবুর্চি, পদ সংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ রান্নার কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-১৮
৭. পদের নাম: বাবুর্চি সহায়ক, পদ সংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসসহ রান্নার কাজে অভিজ্ঞদের প্রাধান্য দেয়া হবে। গ্রেড-২০
৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে। গ্রেড-২০
বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হবে।
আবেদন ফি: বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ-এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোন শাখা হতে ১ নং পদের জন্য ১০০০ টাকা ও ২ থেকে ৮ নং পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: ‘চেয়ারম্যান, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি), বিএমআরসি ভবন, মহাখালী, ঢাকা-১২১২’ বরাবর আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ অফিস সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদন জমা দিতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ