বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। ছবি: বাংলাবার্তা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২৭ জন নেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। ৪টি পদে জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে সহকারী প্রকৌশলী পদে ৫ জন নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বা তড়িৎকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেড-৯
দুই. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা, পদ সংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। গ্রেড-৯
তিন. পদের নাম: আইন কর্মকর্তা, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। গ্রেড-৯
চার. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা: ১৫
যোগত্য: পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পুরকৌশল, তড়িৎকৌশল বা অটোমোবাইল কৌশলে ডিপ্লোমা ডিগ্রিসহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। গ্রেড-১০
বয়সসীমা: সাধারন প্রার্থীর বয়স হবে ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। এমনকি বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের বয়স ৩০ বছর হবে।
আবেদন যেভাবে: প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য ৬৬৯ টাকা এবং ৪ নং পদের জন্য ৫৫৮ টাকা।
আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ