ছবি: বাংলাবার্তা
জনবল চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুপচাঁচিয়া পৌরসভা কার্যালয়, বগুড়া। ১০ পদে (গ্রেড-১১ থেকে ২০) ১০ জনকে নেওয়া হবে। চাকরি প্রত্যাশীদের আবেদন ডাকযোগে পাঠাতে হবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আবেদন শুরু হয়েছে।
আরও পড়ুন>>ইউনিয়ন সচিব পদে নিয়োগ
বিজ্ঞপ্তিতে এক নাম্বারে নক্সাকার পদে একজনকে নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা থাকতে হবে। গ্রেড-১১
দুই. পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে পারদর্শী হতে হবে। গ্রেড-১৬
তিন. পদের নাম: স্টোরকিপার, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ স্টোরকিপার রক্ষাণাবেক্ষণে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-১৫
চার. পদের নাম: সহকারী এসেসর, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। গ্রেড-১৫
পাঁচ.পদের নাম: সহকারী লাইসেন্স পরিদর্শক, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকলেই আবেদন করা যাবে। গ্রেড-১৬
ছয়. পদের নাম: সহকারী কর আদায়কারী, পদ সংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। গ্রেড-১৫
সাত. পদের নাম: সুপারভাইজার, পদের নাম: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রেড-১৬
আট. পদের নাম: স্বাস্থ্য সহকারী , পদ সংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। গ্রেড-১৬
নয়. পদের নাম: টিকাদানকারী, পদ সংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাসসহ টিকাদানকাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড-১৭
দশ. পদের নাম: অফিস সহায়ক, পদ সংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণী পাসেই আবেদন করা যাবে। গ্রেড-২০
বয়সসীমা: সাধারন প্রার্থীর বয়স হবে ৩০ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদন ফি : ১ থেকে ৮ নং পদের জন্য ২০০ টাকা এবং ৯ ও ১০ নং পদের জন্য ৩০০ টাকা যেকোন তফসিলি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। তবে ব্যাংক ও শাখার নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: মেয়র, দুপচাঁচিয়া পৌরসভা, বগুড়া বরাবর ডাকযোগে আবেদন পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন>> নিয়োগ বিজ্ঞপ্তি
আরও নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন>>
বাংলাবার্তা/আরইউ