আটককৃত বাংলাদেশি (পুরনো ছবি)
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় দেশটির গণমাধ্যম।
মালয়েশিয়ার ইংরেজি গণমাধ্যম দ্য স্টার জানায়, বুধবার দেশটির সেরেমবান এলাকায় অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃত ১১০ জনের মধ্যে ৯১ জন পুরুষ। এর মধ্যে মিয়ানমারের ৬৪ নাগরিক, ইন্দোনেশীয়ার ১৩, বাংলাদেশি ১০, ভারতীয় ৬, পাকিস্তানি ৯, শ্রীলঙ্কান ৬ এবং নেপালি ২ নাগরিকও রয়েছেন।
এদিকে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির আরেক গণমাধ্যম জানায়, দেশটির জোহর প্রদেশের সেনাইয়ের কয়েকটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ মোট ৮৫ বিদেশিকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে বুধবার (২৪ জানুয়ারি) অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে দেশটির সেনাইয়ের কয়েকটি কারাখানায় অভিযান চালানো হয়। এ সময় আইনপ্রয়োগকারী কর্মকর্তারা অভিবাসীসহ ১১০ জন স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ শ্রমিক আটক
এদের মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ৪০ জনকে আটক করা হয়। এর মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ নারী, বাংলাদেশের ৬ জন, পাকিস্তানের ২, নেপাল এবং ভারতের একজন করে নাগরিক রয়েছেন।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়। একই সাথে মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় ধরে দেশটিতে অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ করেছেন এমন অভিবাসীদের আটক করা হয়েছে।
বাংলাবার্তা/এসএ