ফেনী জেলা সমিতি ইতালি। ছবি: বাংলাবার্তা
ইতালি প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার করেছে ফেনী জেলা সমিতি-ইতালি। রাজধানী রোমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফেনী জেলা সমিতির নির্বাচনে বিজয়ী কর্মকর্তারা বাংলাবার্তাকে এ কথা বলেন।
এর আগে ইতালিতে বসবাসকারী ফেনীবাসীর প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে আবু সাইদ কাবলু এবং সিনিয়র সহ সভাপতি পদে ওমর ফারুক শিমুল নির্বাচিত হন।
ফেনী জেলা সমিতির এই নির্বাচনে ইতালির রোমসহ অন্যান্য শহরে বসবাকারী বিপুল সংখ্যক ফেনীবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুলের তত্বাবধানে অনুষ্ঠিত এই নির্বাচনে কমিশন সচিব আবু জাফর, নির্বাচন কমিশনার গোলাম মাওলা মিলন,মাইনুদ্দিন ভূঁইয়া, মীর আব্দুল জলিল, আবুল কাশেম, জাকির হোসেন এবং আব্দুল কাদের গোপন ব্যালটের মাধ্যমে উপস্থিত সকলের ভোটাধিকার নিশ্চিত করেন।
নির্বাচনে মোট ৩টি পদের জন্য ২টি প্যানেল থেকে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিজাম উদ্দিন চৌধুরী ,জীবন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক জিহাদুল ইসলাম , প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল নির্বাচিত হন।
সমিতির এই নির্বাচনকে ঘিরে ফেনীবাসির মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রের সামনে, বিভিন্ন প্রবেশমুখে দাঁড়িয়ে প্রার্থীদের জন্য ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের হাতে প্রার্থীর পরিচয় সংবলিত কার্ড তুলে দিতেও দেখা যায় সমর্থকদের।
এসময় পর্যবেক্ষণে আসা রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত নেতারা বেকারত্ব দূরিকরণ ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবে বলে জানান। তারা আরও বলেন, প্রবাসের মাটিতে ফেনি জেলার ঐতিহ্য ধরে রাখতে ও সকল ফেনীবাসিকে ঐক্যবদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলাউদ্দিন শিমুল। তিনি জানান, আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করবে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এসময় তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কমিশনের অন্যান্য সদস্য ও ফেনীবাসীকে ধন্যবাদ জানান।
বাংলাবার্তা/এআর