ইতালির শহর (ছবি: বাংলাবার্তা)
২০২৪ সালের স্পন্সর ভিসার জন্য অনলাইনে আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিকে এর আগে যারা ভিসার আবেদন করে নুলস্তা পেয়েছেন তাদের ঢাকার বিএফএস গ্লোবাল থেকে টাকা ছাড়া এ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার অভিযোগ রয়েছে।
তিন বছর মেয়াদী ইতালিতে স্পন্সর ভিসার অনলাইনে আবেদনের শুরু হচ্ছে আগামী ৭ মার্চ থেকে। এ তারিখ থেকে ইতালি যেতে আগ্রহীরা অনলাইনে আবেদন করে সকল কাগজপত্র জমা দেবে। এরপর অনুষ্ঠিতব্য ক্লিক ডে ১৮, ২১ এবং ২৫ মার্চ দিন ঠিক করেছে ইতালি সরকার।
এদিকে বাংলাদেশে অবস্থিত ইতালির ভিসা সেন্টার ভিএফএস গ্লোবাল থেকে ভিসার অনুমতি পত্র নিয়ে জমাদানের এপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে অর্থের বিনিময়ে কেউ কেউ জমা দেওয়ার সুযোগ পাচ্ছে। তবে ভিসা প্রদানে জটিলতা রয়েছে সেখানে। ফলে শ্রমির সংকটে চরম বিপাকে রয়েছে ইতালির কৃষি ব্যবসায়ীরা।
এছাড়া সিজনাল ভিসার অনুমতি পত্র নিয়ে অনেকেই অপেক্ষা করছেন ঢাকায়। এ ব্যাপারে ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন। তারা বলছেন, সঠিকভাবে এবং সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করা উচিত। তবেই অগ্রাধিকার ভিত্তিতে ভিসা পাওয়ার সুযোগ থাকে।
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালির শ্রমিক সংকট নিরশনে সরকার ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। চলতি বছর এক লাখ ৫১ হাজার শ্রমিক যাওয়ার সুযোগ পাবে ইতালিতে।
এদিকে অনলাইনে আবেদনের ওয়েবসাইট খোলার সাথে সাথেই দালাল চক্র আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। চলতি মৌসুমে কৃষি কাজে শ্রমিক সংকটে অর্থনৈতিকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত উল্লেখ করে, কৃষি ব্যবসায়ীদের সংগঠন জাতীয় কৃষি কনফেডারেশন( coldiretti)বিভিন্ন দেশের ভিসা জটিলতা নিরশনে ইতালির সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাবার্তা/এসএ