রোমে পিঠা উৎসব। ছবি: বাংলাবার্তা
শীতের শেষে ইতালির রাজধানী রোমে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পিঠা উৎসবে ইতালীয়সহ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
রোববার (০৩ মার্চ) এই পিঠা উৎসবের আয়োজন করে মার্কোনি যুবসমাজ। রোম প্রবাসী বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুরা নানা ধরনের পিঠার সমাহারে দেখে উল্লসিত।
প্রবাসী বাংলাদেশিরা ভাপা পাটিসাপটা, ভিজা পিটা কলুই পিঠাসহ অসংখ্য পিঠার স্বাদ নিতে এসে দারুণ খুশি।
এক ইতালিয়ান নাগরিক বলেন, " ইতালি থেকে বহুদূর থেকে আসা অভিবাসীদের আমরা এখন চিনি। আমরা এখন একসাথে বসবাস করি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।
সংস্কৃতি বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়" আয়োজকরা বলেন, এই শীতের শেষ পর্যায়ে পিঠার আয়োজন করে আমরা আমাদের সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চেষ্টা করেছি।
রোম শহর ছাড়াও আশপাশ অঞ্চল থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ যোগদান এই মনোরম পিঠা উৎসবে।
বাংলাবার্তা/এআর