সৌদিআরবে বাংলাদেশির মৃত্যু। ছবি : সংগৃহীত
সৌদিআরবে সড়কে মারা গেলেন আবু তালেব (৪৭) নামে এক বাংলাদেশি শ্রমিক।
শনিবার (৯ মার্চ) রাতে সৌদিআরবের নাজরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পাঁচ বছর আগে সৌদিআরবে যান আবু তালেব (৪৭)। সেখানে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন তিনি। শনিবার কাজ শেষে বাসায় ফেরার পথে সৌদিআরবের নাজরান এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবু তালেবের এক স্ত্রী, এক ছেলে (৯) ও এক মেয়ে (১৯) রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাবার্তা/এআর