ছবি: বাংলাবার্তা
দেশে-বিদেশে নারী নির্যাতন বন্ধ, নারী অধিকার আদায় এবং প্রবাসী নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাবার অঙ্গীকার করেছে ইতালি প্রবাসী নারী নেত্রীরা।
বিশ্ব নারী দিবস উপলক্ষে মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় এ অঙ্গীকার করেন তারা।
আয়োজিত নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়লা শাহ। সম্পাদক বাবলি ইউসুফ এর পরিচালনায় রোম প্রবাসী নারীরা অংশগ্রহণ করেন এই নারী দিবসের আলোচনা সভায়। অনুষ্ঠানে নিলুফারের নীলা, সালমা আক্তার,অতশী সাহা, ফাহিমা রিয়াজসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আইন থাকার পরও নারীরা অহরহ নির্যাতনের শিকার হচ্ছে। তারা নারী নির্যাতন বন্ধ করতে সরকারকে আরো কঠোর করা আহ্বান জানান।
বাংলাদেশ থেকে বহু দূরে ব্যস্ত জীবনে এ আয়োজন ছিল অত্যন্ত আনন্দময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের উচ্ছ্বাস ছিল লক্ষ্যণীয়। নারীরা প্রাণঢালা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে তারা তাদের ভালো লাগা পরস্পরের সঙ্গে বিনিময় করেন।
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তারা তাদের স্বপ্নের কথা, অভিজ্ঞতার কথা এবং ভবিষ্যত পরিকল্পনার কথা উপস্থিত সকলকে অবহিত করেন।
সংসার ও সন্তান সঠিকভাবে পরিচর্যা করার পরও রোমে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মজীবী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
এছাড়াও ইতালি প্রবাসী নারীরা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি তারা দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করছেন।
তারা নারীদের সুসংগঠিত করার লক্ষ্যে এবং তাদের সমস্যা সমাধানে একযোগে কাজ করছেন।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাবার্তা/এআর