ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মারধরের ঘটনায় করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।
আজ বুধবার (২০ নভেম্বর) হাইকমিশন এক বিবৃতিতে ওই ঘটনার জন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এর আগে বাংলাদেশি প্রবাসীরা দেশটিতে পাসপোর্ট সেবা নিতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলের স্থানীয় নিরাপত্তাকর্মীদের দ্বারা মারধরের শিকার হন।
হাইকমিশন বিবৃতিতে বলেছে, পাসপোর্ট আবেদন দাখির করতে গিয়ে নিরাপত্তা প্রহরীদের হাতে প্রবাসীরা আক্রান্ত হয়েছেন। তাদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাবার্তা/এমআর