
সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) পর্যটকদের কাছে অবৈধভাবে সিম কার্ড বিক্রির অভিযোগে ৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (১০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে বিমানবন্দরের টার্মিনাল ১-এ বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
গ্রেফতারের কারণ ও তদন্ত
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, সাধারণ জনগণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের আটক করা হয়েছে। তারা গত দুই মাস ধরে বিমানবন্দরে আগত পর্যটকদের কাছে অবৈধভাবে সিম কার্ড বিক্রি করছিলেন।
আটকের পর তাদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জানা গেছে, আটককৃতদের বয়স ২২ থেকে ৫০ বছরের মধ্যে।
নথিপত্রবিহীন অবস্থান ও আইন লঙ্ঘন
প্রাথমিক তদন্তে উঠে এসেছে—
পাঁচজন বাংলাদেশির কাছে বৈধ কোনো নথি ছিল না।
দুইজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
বাকি দুইজন কর্মসংস্থান ভিজিট পাসের (PLKS) শর্ত লঙ্ঘন করেছেন।
অভিযান অব্যাহত থাকবে
অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশটিতে অবৈধভাবে কর্মরত ও বসবাসরত বিদেশিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মালয়েশিয়ার আইন অনুযায়ী, বৈধ অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাবার্তা/এমএইচ