
সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়া শাখার উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (স্থানীয় সময়) কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং আহ্বায়ক কাউসার আহমেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালকা মাহমুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক এম এ কালাম, বিএনপির জ্যেষ্ঠ নেতা আব্দুর রহিম, ক্লাং মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির আহমেদ ও সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদার।
আলোচনা সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাবার্তা/এমএইচ