
ছবি: সংগৃহীত
ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সজিব সরদার (২৮)। দালাল চক্রের খপ্পরে পড়ে একাধিকবার ৪৬ লাখ টাকা মুক্তিপণ দিয়েও শেষ পর্যন্ত সজিবের জীবন রক্ষা করা যায়নি।
গত ২০ মার্চ, বৃহস্পতিবার দুপুরে সজিবের মৃত্যুর খবর পান তার পরিবার। এর আগে, বুধবার দিবাগত রাতে সজিবের সঙ্গে পরিবারের শেষ যোগাযোগ হয়।
সজিব শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারার চান মিয়া সরদারের ছেলে। পরিবারের ভাষ্যমতে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারী তাকে ১৫ লাখ টাকায় ইতালি যাওয়ার প্রলোভন দিয়ে লিবিয়া নিয়ে যায়। সেখানে তাকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। সজিবকে দফায় দফায় মারধর ও শিকল দিয়ে বেঁধে রেখে ৪৬ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।
এদিকে, বুধবার সজিবের অবস্থা মারাত্মক খারাপ হলে মাফিয়ারা তাকে রাস্তায় ফেলে দেয়। পরবর্তীতে লিবিয়ায় অবস্থানকারী পরিচিতদের মাধ্যমে সজিবকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সজিবের বাবা জানান, "আমার ছেলে বোরহানকে বিশ্বাস করে ইতালি যাওয়ার জন্য লিবিয়া গিয়েছিল। সেখানে তাকে বিক্রি করা হয়। চার মাস ধরে অত্যাচার করে, মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখে। আমার ছেলে সেগুলো সহ্য করতে পারেনি, শেষ পর্যন্ত মারা গেছে।"
সজিবের বোন শামীমা আক্তার বলেন, "আমরা ৪৬ লাখ টাকা দিয়ে ভাইকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে ফেরাতে পারলাম না। আমার বাবা তার জীবনটা শেষ করে জমি বিক্রি করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, যেন আমার ভাইয়ের মরদেহ দেশে আসে এবং দালাল বোরহানকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।"
এ বিষয়ে অভিযুক্ত দালাল বোরহান বেপারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম জানান, "এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং সজিবের মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বাংলাবার্তা/এমএইচ