
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে মালয়েশিয়ায় নথিবিহীন অভিবাসীদের ওপর নজরদারি জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানীর কেএলসিসি, জালান সিলাং, কোতারায়া, বুকিত বিনতাং ও চৌকিটসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, রাজধানীর নিরাপত্তা বজায় রাখা এবং স্থানীয় বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি বলেন, "আমাদের টহল কার্যক্রম শুধু নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, বরং অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্যও পরিচালিত হচ্ছে।"
ইমিগ্রেশন বিভাগের পর্যবেক্ষণে দেখা গেছে, আগের বছরের তুলনায় বিদেশি নাগরিকদের আনাগোনা কিছুটা কম থাকলেও নির্দিষ্ট কিছু এলাকায় জনসমাগম লক্ষণীয়। অভিযানের অংশ হিসেবে ৬০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৩৩৫ জন বাংলাদেশি, ১২৭ জন ইন্দোনেশিয়ান, ৮৮ জন ভারতীয়, ৩৮ জন চীনা এবং ২১ জন ফরাসি, দক্ষিণ কোরীয় ও ব্রিটিশ নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান শুধু অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্যই নয়, বরং যেসব নিয়োগকর্তা অবৈধ কর্মীদের নিয়োগ দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাবার্তা/এমএইচ