ছবি সংগৃহীত
ঢাকা: বুধবার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশের ওপর দিয়ে প্রবাহিত এই তাপপ্রবাহ আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাপপ্রবাহের সতর্কতাবার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
আজ বেলা ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রাজশাহীতে ৩৯ দশমিক ৬, যা গতকাল ছিল ৩৮ দশমিক ৬, রংপুরে ৩৮ দশমিক ৩, ছিল ৩৭ দশমিক ৫, ময়মনসিংহে ৩৭ দশমিক ৮, ছিল ৩৭, সিলেটে ৩৭ দশমিক ৬, ছিল ৩৬ দশমিক ৮, চট্টগ্রামে ৩৪ দশমিক ৩, যা ছিল ৩৫ দশমিক ৪, খুলনায় ৩৮, ছিল ৩৭ দশমিক ৮ এবং বরিশালে ৩৭ দশমিক ৪, ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।