ছবি সংগৃহীত
কুড়িগ্রাম: জেলার পৌর শহরের নিউ মার্কেট এলাকায় বৈদ্যুতিক খুঁটির তারে একটি শালুক পাখি আটকা পড়ে ঝুলে ছটফট করতে থাকে। কোনোভাবেই নিজেকে অবমুক্ত করতে পারে না পাখিটি। বিষয়টি স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পাখিটিকে উদ্ধার ও অবমুক্ত করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা।
পাখিটিকে উদ্ধারের এমন একটি ভিডিও সমাজমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর শহরের নিউ সুপার মার্কেট এলাকায়।
নিউ মার্কেট এলাকার এক ব্যবসায়ী বলেন, একটি শালুক পাখি বিদ্যুতের তারে আটকা পড়ে ছটফট করতে দেখি আমরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা দ্রুত এসে পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করে। পাখিটিকে দ্রুত উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শহিদুল ইসলাম বলেন, যাদের জীবন আছে- সেটা পাখি হোক, পশু হোক বা মানুষ―আমরা খবর পাওয়া মাত্র তাদের উদ্ধার করি এবং জীবন বাঁচানোর চেষ্টা করি। একটি পাখি বিদ্যুতের তারে আটকা পড়েছে- খবর পাওয়া মাত্র পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করেছি।