সংগৃহীত ছবি
ঢাকা: কারিগরি ত্রুটির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পরে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট-৬ (এমআরটি) প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুর রহমান জানান, দিয়াবাড়ী থেকে আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল ছেড়েছে। লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এ কারণে সকাল ৯টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে, গত সোমবারও কারিগরি সমস্যার কারণে ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল। এতে স্কুল-কলেজ ও অফিসগামী নিয়মিত যাত্রীরা তখন দুর্ভোগে পড়েন।