সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ৬ কেজি ৯৫৬ গ্রাম সোনাসহ গ্রেফতার চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২ ডিসেম্বর) দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটযোগে আসামিরা ঢাকায় আসেন।
রোববার (৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ৩ আসামির তিন দিন ও এক জনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জসীম উদ্দিন, লিটু মিয়া ও জুম্মন খান । আসামি মো. আলী হোসেনের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন একই আদালত।
জানা যায়, যাত্রীরা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান চালিয়ে তাদের শনাক্ত করে আটক করা হয়। পরে উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করলে তাদের পায়ুপথে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
যাত্রী মো. আলী হোসেনের কাছ থেকে তিনটি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (৮৮০ গ্রাম), গোল্ড বার ও অলংকারসহ ১ কেজি ৯৪ গ্রাম সোনা পাওয়া যায়। জসীম উদ্দিনের কাছ থেকে ৯টি ডিম্বাকৃতির পেস্ট গোল্ড (১৯৫০ গ্রাম), গোল্ড বার ও অলংকারসহ ২ কেজি ১৬৪ গ্রাম সোনা; লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম সোনা এবং মোহাম্মদ জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম সোনা পাওয়া যায়। আসামিদের কাছ থেকে প্রায় সাত কোটি টাকার সোনা পাওয়া যায়।বিমানবন্দরে ৭ কেজি সোনা উদ্ধার: ৪জন রিমান্ডে