ব্রিফ্রিংয়ে
সিলেট: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি২৪৮ বিমানের সিট ও টয়লেটের ভেতর থেকে ৩৪.১৫ কেজি সোনা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুক্রবার(৮ ডিসেম্বর) দুপুরে বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মুনমুন আকতার দিনা।
তিনি জানান, দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ভেতরে সোনা রয়েছে বলে জানা যায়। এরপর ফ্লাইটটি থেকে ৩৪ কেজি ১৫গ্রাম সোনা তথা ২৮০টি স্বর্ণের বার জব্দ করেছে সিলেট এয়ারপোর্টে দায়িত্বে থাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আটককৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁদপুর গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মিশফা মিয়া, একই উপজেলার আছকর মিয়ার ছেলে আক্তারুজ্জামান, সিলেটের দক্ষিণ সুরমা কামাল বাজারের নবাগ গ্রামের ইরন মিয়ার ছেলে শানু মিয়া ও মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বরদমহল গ্রামের মঈনুদ্দিনের ছেলে হাবিবুর রহমান।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার প্রস্তুতি চলছে।
এসজে