শাহজালালে উদ্ধার সোনা
ঢাকা: সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি২৪৮ ফ্লাইট থেকে ৩৪ কেজি সোনা আটকের পর শাহজালাল বিমানবন্দরে একই ফ্লাইট থেকে আরও ৯ কেজির বেশি সোনা উদ্ধার করা হয়েছে। সবমিলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার করা হলো ৪৩ কেজির বেশি সোনা।
শুক্রবার ( ৮ ডিসেম্বর) রাতে শাহজালাল বিমানবন্দরের একাধিক দায়িত্বশীল সূত্র বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ বিমানের টয়লেট ও সিটের নিচ থেকে ৩৪.১৫ কেজি সোনা আটক করা হয়। এই ঘটনায় শুল্ক গোয়েন্দা ৪ব্যক্তিকে আটক করে। অন্যদিকে সিলেটে অবতরণ করার পর বাংলাদেশ বিমানের ভেতর থেকে সোনা আটকের পর ঐ বিমানটি আবার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করে। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে দুপুর ১টা ৫ মিনিটে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দরে বিজি২৪৮ বিমানটি অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিমানটিতে তল্লাশী চালায়। এক পর্যায়ে বিমানটির আসনের নিচ থেকে এনএসআই ২০টি সোনার বার উদ্ধার করে। এরপর বিমানবন্দরে গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস বিমানটিতে প্রবেশ করে এবং বিমানের ভেতর আসনের নিচ থেকে আরও ২০টি সোনার বার পায়। এখানেই শেষ নয়, এরপর সিভিল এভিয়েশনের বিশেষ বাহিনী এভসেক বিমানটিতে প্রবেশ করে তারাও বিমানের বিভিন্ন আসনের নিচ থেকে আরও ৪০টি সোনার বার উদ্ধার করে।
সবমিলে সিলেট থেকে ছেড়ে আসা বিমানটির ভেতর থেকে শাহজালাল বিমানবন্দরে এনএসআই,কাস্টমস ও এভসেক সদস্যরা ৮০টি সোনার বার পায়। যার ওজন প্রায় ৯ কেজি ২৮০ গ্রাম এবং বাজার মূল্য ৯ কোটি টাকার বেশি।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানের এই বিমানটির ভেতর থেকে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার সদস্যরা অভিযান চালায়। সেই অভিযানে ৩৪,১৫ কেজি সোনা উদ্ধার করে আটক করা হয়। এরপরও শাহজালাল বিমানবন্দরে আবার গোয়েন্দা সংস্থাসহ আরও দুটি এজেন্সি অভিযান চালিয়ে এই সোনা উদ্ধার করে।
এসজে