বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম (ছবি: বাংলাবার্তা)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতার স্বপ্ন বঙ্গবন্ধু শুধু দেখাননি, তিনি বহু ত্যাগের মাধ্যমে তা বাস্তবায়ন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন বাংলাদেশের মানুষকে একটি মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত করেছেন। নিজের জীবনে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যদিয়ে অতিবাহিত করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) ঢাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনর্গঠন করছিলেন তখনই ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্ন বাস্তবায়নে অবিরাম কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রী পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক সূচকের উদাহরণ দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাত্র ১৫ বছরেই বাংলাদেশ দরিদ্র দেশের তকমা থেকে নিম্নমধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। তিনি ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।
বাংলাবার্তা/এসএ