ঢাকা-১৯ আসনের তিন প্রার্থী (ছবি : বাংলাবার্তা)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আর আজ থেকেই প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা।
সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ঢাকা ১৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডাক্তার মো. এনামুর রহমান।
অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঈগল পাখি প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ এবং ট্রাক মার্কা প্রতীকে নির্বাচন করছেন ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এছাড়াও এ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি, গণফ্রন্ট, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপল্স পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বাংলাবার্তা/এমপি