রেলে আগুন (ছবি: বাংলাবার্তা)
রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় ৪ জন মারা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে দুজনের পুরুষ, একজন নারী ও এক শিশু রয়েছে। এরমধ্যে নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেছেন স্বজন মিনহাজুর রহমান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দেয় দুবৃত্তরা। এতে চারজনের মৃত্যু হয়।
নিহত শিশু ও নারী মা ছেলে। মায়ের নাম নাদিরা আক্তার পপি ও ছেলে ইয়াসিন। বয়স ৩ বছর। তাদের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বুরুনা গ্রাম।
নিহতদের স্বজন মিনহাজুর রহমান বলেন, নেত্রকোনা থেকে আমার পরিবারের লোকজন মোহনগঞ্জ এক্সপ্রেসের শোভন চেয়ারে জ বগিতে উঠেছিল। এরমধ্যে বিমানবন্দরে স্টেশনে ৫ জন নেমে যায়। বাকি চারজন কমলাপুর যাচ্ছিলো। তেজগাঁও আসার পর ট্রেনে আগুন লাগলে দুজন নেমে যান। আর ধোয়ার কারণে আটকে মারা যান মা ও ছেলে। মা ছেলে মারা গেলেও বেঁচে গেছেন একই বগিতে আসা শিশু ইয়াসিনের মামা হাবিবুর রহমান ও ইয়াসিনে বড় ভাই মাহিম (৯)। তাদের বাসা তেজগাঁও এলাকার তেজতুরি বাজার।
বাংলাবার্তা/এসএ