আটক রেখা পারভীন (সংগৃহীত ছবি)
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ২১৭ গ্রাম (৬৯টি সোনারবার) সোনাসহ রেখা পারভীন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রী রেখা পারভীন বাংলাদেশে আসেন। এরপর পুরো বিমানবন্দর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়। বিমানটি শাহজালাল বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হয়। এরপর বিমানটির ভিতরের ২৮কে আসনের যাত্রী রেখা পারভিনকে সনাক্ত করে তার সাথে থাকা সাদা হ্যান্ড ব্যাগের ভেতরে থাকা কালো কাপড়ে মোড়ানো সোনার বার পাওয়া যায়।
মিনহাজ আরও জানান, যাত্রীকে শাহজালাল বিমানবন্দরের কাস্টমস জোনে এনে সকল সংস্থার উপস্থিতিতে তার কাছ থেকে মোট ৬৯টি সোনারবার, ১টি স্বর্ণের চেইন, ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়। যার মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। বাজার মূল্য হিসাব করলে দাঁড়ায় ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা। আটক যাত্রী এবং সোনার বিষয়ে কাস্টম আসনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/এআর/এসজে