ট্রেনে পোড়া দৃশ্য (বাংলা বার্তা)
ঢাকার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস রেলে আগুনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব) ৯ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১১টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ।
মোহাম্মদ মোশতাক আহমেদ বলেন, ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: আল আমিন (৩৮), হৃদয় মিয়া (২৮), হানিফ হোসেন (৪০), মো. ইয়াছিন (২০), মনিরুজ্জামান ওরফে সুমন সরদার (২২), মো. রুমান (২০), মো. সজীব (১৮), মো. নীরব (১৮) ও মো. হৃদয় (১৮)।
গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজন নিহত হয়। ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে।
বাংলাবার্তা/এআর