শেখ হাসিনা (সংগৃহীত)
বিএনপি কোন রাজনীতিক দল না এটা একটি সন্ত্রাসীদের দল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ডিসেম্বর) ভার্চুয়ালি বিভিন্ন জেলার সাথে যুক্ত হয়ে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশ আজকে বদলে গিয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সারাদেশ আজকে ডিজিটাল হয়েছে। ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে গেছে। যোগাযোগ ব্যবস্তার উন্নতি হয়েছে। বিএনপি রাজনীতির দল না সন্ত্রাসীর দল।
শেখ হাসিনা, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবে। উন্নয়নের ধারা অব্যাহতি রাখতে হবে। ইতোমধ্যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। স্মার্ট জনগোষ্টি হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি করতে দিবো না। বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করতে চাই আমরা। প্রার্থীরা ভোটারদের কাছে যাবেন। তাদের মনের কথা বোঝার চেষ্টা করবেন। দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।
বাংলাবার্তা/এসজে/এআর