আনিছুর রহমান (সংগৃহীত)
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও সহিংস ঘটনায় কঠোর হতে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এ হুশিয়ারি দেন।
আনিছুর রহমান বলেন, কোনো শঙ্কা, ভয়-ভীতি বা আনুকূল্য নেই। প্রার্থিতা বাতিল হবে, কোনো না কোনো জায়গায় কারো না কারো, এইটুকু আভাস আমি দিয়ে রাখলাম।
স্বতন্ত্র প্রার্থীরা কেন মাঠর দাঁড়াতে পারছে না, ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, এরই মধ্যে বিভিন্ন জেলা ঘুরে আসছি। আচরণ বিধি বাস্তবায়ন হচ্ছে। আজকেও আমরা কিছু কঠোর সিদ্ধান্তের আলোচনা করেছি। আরও কিছু তথ্য চেয়েছি। আগামীকালকে পেলে দেখবেন যে কিছু কঠোর সিদ্ধান্তে চলে যাবো।
আনিছুর রহমান বলেন, কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতেও নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারো নাই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার জন্য। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। দায়িত্ব অবহেলা করলে ওই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাবার্তা/এআর