ডা. এজেডএম জাহিদ হোসেন (সংগৃহীত)
‘আগামী ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার জন্য মানুষ ঐক্যবদ্ধ’ দাবি করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ও পল্লবী এলাকায় অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় এ কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনকে রুখে দেওয়ার জন্য দেশের বৃহৎ রাজনৈতিক দল ও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরা কেউ ভোট দিতে যাব না, আপনারাও যাবেন না এবং সবাই সবাইকে বলবেন যাতে ভোট দিতে না যায়।’
তিনি বলেন, ‘এই অবৈধ সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। শুধু নিজেদের কথা চিন্তা করে। তারা নিজেরা নিজেরা সিট ভাগভাগি করে নিয়েছে। এই নির্বাচনে দেশের অধিকাংশ লোক অংশগ্রহণ করবে না, বিরোধী দল অংশগ্রহণ করবে না। কাজেই এই নির্বাচনে ভোটাধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।’
জাহিদ বলেন, ‘এই নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা জয়ী হবে তারাই সরকার গঠন করবে। আর এটা নির্ধারণ করবে দেশের জনগণ। কোনো বাড়ি, কোনো প্রতিষ্ঠান, কোনো একক ব্যক্তি নির্ধারণ করবে না, কে ক্ষমতায় যাবে। এ দেশের জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগের সুযোগ চায়। ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে না গেলে সেই সুযোগ আসবে।’
বাংলাবার্তা/এআর