নিহত (সংগৃহীত)
রাজধানীতে সায়েদাবাদ বাস টার্মিনালে দুই বাসের চাপায় মোহাম্মদ সায়েদ মিয়া ওরফে শান্ত (১৮) নামের এক চালকের সহকারী নিহত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে দুই বাস চাপা দিলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই মোহাম্মদ শাওন মিয়া জানান, আমার ভাই হানিফ পরিবহনের চালকের সহকারী হিসাবে কর্মরত ছিল, শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে হানিফ পরিবহনের মেরামতের কাজ করার সময় সেন্টমার্টিন দ্বীপ নামে একটি যাত্রীবাহী বাস পেছনের দিক দিয়ে তাকে চাপা দেয় এতে সে গুরুতর আহত হয়, পরে সেখানকার অন্যান্য গাড়ির স্টাফরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । আমাদের গ্রামের বাড়ি নরসিংদী সদর, বাউল পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে তিন ভাই এক বোন সে ছিল দ্বিতীয়।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মদ ইয়াকুব হোসেন জানান, যে গাড়িটা চাপা দিয়েছে সেটা শনাক্ত করতে পেরেছি, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বাংলাবার্তা/এআর