বাসে আগুন (বাংলা বার্তা)
সরকার পতনের দাবিতে রোববার (২৪ ডিসেম্বর) সারাদেশে বিএনপি সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে। অবরোধের আগের রাতে রাজধানীর গুলিস্তানে টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাবার্তা/এআর