বাণিজ্যমেলা (পুরনো ছবি)
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছর জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হলেও ২০২৪ সালে এই মেলার তারিখ পেছানো হয়েছে। আগামী বছর জানুয়ারির ১৫ তারিখকে সম্ভাব্য তারিখ হিসেবে ধরে নিয়েছে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সম্ভাব্য এই তারিখকে সামনে রেখে মেলা শুরুর কার্যক্রম এগিয়ে নিচ্ছে ইপিবি।
সোমবার (২৫ ডিসেম্বর) ইপিবি থেকে গণমাধ্যমকে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির ৭ তারিখে অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর মন্ত্রীসভা গঠন। একই সাথে রাজনৈতিক উত্তপ্ত। এসব বিষয় নিয়ে অন্যান্য বছরের মতো ২০২৪ সালের বাণিজ্য মেলা ১ তারিখে শুরু হচ্ছে না। সম্ভাব্য ওই মাসের ১৫ তারিখ রাখা হয়েছে। তবে ১৫ জানুয়ারি থেকে মেলা শুরু করা যাবে কি-না সেটিও নিশ্চিত না। তবে মেলা যে দিনই শুরু হোক চলবে পুরো এক মাস।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৯৯৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মহামারি করোনার কারণে ২০২১ সালে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। এরপর ২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন করে পূর্বাচলে চলে যায়।
বাংলাবার্তা/এসএ