আটক : রায়হান হাসান। বাংলা বার্তা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কোটি ৮০ লাখ টাকার সোনাসহ মো. রায়হান হাসান নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাকে আটক করা হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বাংলাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাজেদুর রহমান।
মাজেদুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ব্যাংকক থেকে ঢাকাগামী ফ্লাইট নং: বিএস ২১৮ বিমান বাংলাদেশে আসে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রীন চ্যানেল অতিক্রমকালে এক যাত্রীর (রায়হান হাসান) আচরণ সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তার নিকট ঘোষণাতিরিক্ত কোন কিছু আছে কি না জানতে চাইলে সে অস্বীকার করেন।
তিনি বলেন, পরে ঐ যাত্রীকে তল্লাশি করা হয়। তার কাছ থেকে জুতার মধ্যে ২৭ পিস ও প্যান্টের বাম পকেটে ১০ পিস, ডান পকেটে ১০ পিস, প্যান্টের পেছনের বাম পাকেটে ১০ পিস ও প্যান্টের পেছনের ডান পকেটে ১০ পিসসহ মোট ৬৭টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার মোট ওজন ৭ কেজি ৭৭২ গ্রাম। বর্তমানে বাজার মূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা। আটক যাত্রী এবং সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাবার্তা/ এআর