বিজিবি (ছবি: বাংলাবার্তা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন থাকবে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।
বাংলাবার্তা/এসএ