আমিনুল হক। ফাইল ছবি
আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।
দেবনাথ বলেন, ভোট স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দিবেন নওগাঁর রিটার্নিং কর্মকর্তা। সেখানে কখন ভোট অনুষ্ঠিত হবে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ওই নির্বাচনী এলাকার জন্য নতুন করে ঘোষণা করা হবে তফসিল। মনোনীত প্রার্থীদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। দিতে হবে না জামানতের টাকা। কেউ চাইলে নতুন করেও প্রার্থী হতে পারবে।
গত ৩ ডিসেম্বর এক পরিপত্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত কোনও প্রার্থী মারা গেলে ওই আসনে ভোট স্থগিত করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্দেশনায় বলা হয়, বৈধভাবে মনোনীত কোনও প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃৃত্যু হয়।
বাংলাবার্তা/এআর