ছবি: বাংলাবার্তা
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামানের চুক্তি ভিত্তিক নিয়োগে আরও দুই বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে।
চলতি বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব ড. আশরাফুল আলমের স্বাক্ষর করা জনপ্রশাসন মন্ত্রণালয় (চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ও বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. কামরুজ্জামানকে (পরিচিতি নম্বর ৫৫০৯) তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে জাতীয় জাদুঘর এর মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বাংলাবার্তা/এসএ