আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করতে ব্যর্থ হলে রাষ্ট্রই ব্যর্থ ও সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আনিছুর বলেন, আমরা যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। কারণ আমরা সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাব।
এছাড়া তিনি বলেন, কোনোভাবেই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার, সময়ক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেখানে পদক্ষেপ নিতে হবে।
বাংলাবার্তা/এআর