নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিগত দিন থেকে আমাদের একটা অ্যাসেসমেন্ট রয়েছে, হয়ে যাওয়া ইলেকশনটা যেন কোনোভাবেই পোস্টপন্ড না হয়। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই যেন সর্বমহলে স্বীকৃত হয়।
বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, আমারা এমন কোনো নির্বাচন করতে চাই না যে দেশ সংকটে পড়ুক। এমন একটা নির্বাচন করতে চাই যেনো সবার কাছে প্রশংসা পায়।
যেখানেই সহিংসতা হবে সেখানেই কমিশন অ্যাকশনে যাবে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আমাদের আয়োজনের মূল্য উদ্দেশ্য শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট পরিচালনা করা। পরিবেশ সুন্দর করার জন্য ও সবাই যাতে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে জন্যই সেনাবাহিনী নামানো হয়েছে। যতটুকু দেখার সুযোগ হয়েছে আমরা বাইরের পরিবেশ দেখেছি তাতে মনে হয়েছে ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে। যতগুলো সংলাপ করেছি সবাই কিন্তু বলেছে সেনাবাহিনী নামান।
ইসি রাশেদা সুলতানা বলেন, বিএনপি নেতাদের জেলে রাখা ইসির বিষয় নয়, পলিটিক্যাল বিষয়। কেউ নির্বাচনে না আসলে সেটা তাদের ব্যাপার। ভোটকে প্রতিহত করা অসাংবিধানিক কাজ। সবাই ভোটে আসলে নির্বাচন পূর্ণতা পেতো। রাজনৈতিক বিভাজনের কারণে এটা হয়েছে, ইসির কোনো দায় নেই।
বাংলাবার্তা/এমপি/ এমএস