আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শেষ জনসভা করবেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। জনসভার পাশাপাশি জাতির উদ্দেশেও ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামীকাল আমাদের শেষ নির্বাচনী জনসভা। পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে ১১ দেশের ৮০ পর্যবেক্ষক আসবেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আগে থেকেই ঢাকায় আছেন। বিভিন্ন দেশ থেকে ৫০ জন বিদেশী সংবাদকর্মী এসেছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।
আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। সেই হিসাবে প্রচার-প্রচারণার জন্য এবার ১৮ দিন সময় পেয়েছেন তারা।
শেষ জনসভায় শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের গাইবান্ধা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা ও উত্তর-দক্ষিণ মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বাংলাবার্তা/এমপি/আরএস