ট্রেনে আগুন। বাংলা বার্তা
ঢাকা: দেশের জনগণ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে থাকেন। কখনো আনন্দ আবার কখনো হৃদয় বিদারক ঘটনার। তবে এবার একটি হৃদয় বিদারক ঘটনার স্বাক্ষী হল দেশ যা হয়তো কখনো কেউ কল্পনাতেও ভাবেনি। ট্রেনের ভিতর জীবন্ত মানুষের পোড়া দৃশ্য দেশে হতভম্ব হয়েছে পুরো দেশ সাথে বিশ্ব। সবার চোখের সামনে জীবন্ত মানুষ পুড়ে অঙ্গার সাথে এক করুণ দৃশ্য যা দেখে হৃদয় ছুঁয়ে গেছে সবার।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন কমলাপুরের গোপীবাগ এলাকায় আসলে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রেনটির ৪টি বগি পুড়ে যায়। বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।
যাত্রীরা জানান, প্রথমে আগুন লাগে ট্রেনের ‘চ’ বগির একটি আসন থেকে। আগুন নেভানোর চেষ্টা করেন যাত্রীরা। পরে আগুন চারিদেকে ছড়ালে অনেকে চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে থাকেন। আগুন লাগার সংবাদ পেয়ে ট্রেনচালক ট্রেনটি থামিয়ে দেন। এ সময় বেশিরভাগ যাত্রী নামতে পারলেও কিছু যাত্রী আর নামতে পারেননি।ট্রেনের আগুনে মৃত ৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান বলেন, ৪টি মরদেহের একজন নারী ও শিশু। বাকি দু‘জনের জেন্ডার শনাক্ত করা যাচ্ছে না। তাদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে।
বাংলাবার্তা/এআর