ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মাশরাফি বিন মোর্ত্তজা (ছবি: বাংলাবার্তা)
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ এ দিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে সরকারে নিজের প্রতিনিধি নির্বাচন করবেন।
টানা তিনবার ক্ষমতায় থাকা দেশের বৃহৎ বড় দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন নোয়াখালী-৫ আসন থেকে। এ আসনে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বড় রাজাপুর এলাকায় উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেবেন ওবায়দুল কাদের।
ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ভোট দেবেন মোহাম্মদপুর এলাকায় বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে।
ঢাকা ১৭ আসনে নৌকার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত ভোট দেবেন গুলশান মডেল স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে। এদিন সকাল সাড়ে ১০টায় নিজের ভোটাধিকার প্রদান করবেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
এছাড়া ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আসাদুজ্জামান খান কামাল সকাল ১০টায় ভোট দেবেন মুনিপুরীপাড়া বাচা স্কুল কেন্দ্রে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস ভোট দেবেন ধানমণ্ডির মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। তিনি এদিন সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রদান করবেন বলে জানানো হয়েছে।
ঢাকা- ৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভোট দেবেন আবুজর গিফারী কলেজ কেন্দ্রে। এদিন তিনি সকাল ৮টায় ভোট প্রদান করবেন বলে জানিয়েছেন। এখানে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করবেন। পরে একে একে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করবেন।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
নড়াইল-২ আসনে নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট দেবেন। তিনি দুপুর ১২টায় কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানানো হয়েছে।
এ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাদ পড়া একটি আসন হলো নওগাঁ-২। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি।
এবার মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮৪৯ জন।
বাংলাবার্তা/এসএ