ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন ডিবি প্রধান হারুন অর রশীদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন করতে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। পরিদর্শন শেষে তিনি আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ কেন্দ্রে ভোট দেন।
পরে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, সারা দেশেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। যেখানে বিচ্ছিন্ন কিছু ঘটছে, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিচ্ছে।
নির্বাচন সুষ্ঠু হচ্ছে জানিয়ে ডিবি প্রধান বলেন, হরতালের কারণে মানুষ ঘরে বসে নেই। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে কেন্দ্রে আসছে।
এ নির্বাচনে বিএনপি জামায়াতের হরতালের কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতিসৃষ্টি করতে পারে। সেই লক্ষ্যে ভোটারদের নিরাপত্তায় নির্বাচনী মাঠে পুলিশের পাশাপাশি রাখা হয়েছে। র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
বাংলাবার্তা/এসএ