আইনমন্ত্রী আনিসুল হক (ছবি: সংগৃহীত)
সদ্য শেষ হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী এমপিদের শপথ দেওয়া বুধবার। এরপর প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ। কিন্তু সংসদে বিরোধী দল কারা হবে? এমন এক প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন সংসদ সদস্যদের শপথ নেওয়ার পরই তা জানা যাবে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বুধবার শপথ নেওয়ার পর স্বতন্ত্রদের অবস্থান কী হবে, তারা নিশ্চয়ই জানাবেন। এরপর বিরোধী দল কারা হবে তা বুঝা যাবে। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।
স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্ররা যদি মনে করে তারা সরকারের সাথে না থেকে বিরোধী দলে থাকবে, তারা সেটাও করতে পারবে। তখন বিরোধী দল হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হবে। বিরোধী দল হওয়ার জন্য নির্দিষ্ট যে আসনের প্রয়োজন হয়, তাদের সেই সংখ্যা আসন রয়েছে। স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে।
স্বতন্ত্ররাও আওয়ামী লীগের এমন এক প্রশ্নে তিনি আরও বলেন, এটা মুখের কথা। আইন এবং বাস্তবতার সাথে মিল নেই। আওয়ামী লীগের প্রতীক নৌকা আর স্বতন্ত্রদের নিজস্ব প্রতীক ছিল।
বাংলাবার্তা/এসএ