সাংবাদিকদের সাথে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কি বলেছে, সেটা নিয়ে আমাদের চিন্তার বিষয় নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের স্বপক্ষে যারা এসেছে তারা সবাই বলেছে, দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক-পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের যে অংশীদারিত্ব রয়েছে সেটি অব্যাহত থাকবে। নতুন সরকারকে সবাই গ্রহণ করবে এবং সহযোগিতা করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করে ড. এ কে আব্দুল মোমেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত প্রায় ৫০ দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার উপস্থিত ছিলেন। এদের মধ্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও উপস্থিত ছিলেন। এছাড়া সুইডেন, জার্মান, রাশিয়া এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও ছিলেন।
বাংলাবার্তা/এসএ