জাপার সংসদ সদস্যরা। বাংলা বার্তা
সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেছেন । বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের শপথ কক্ষে শপথগ্রহণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
এবার ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি। বাদ পড়া আসন হল নওগাঁ-২। ঘোষিত ফলাফল হল ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬১টি আসন। ১১টি আসন জাতীয় পার্টি পেয়েছে। একটি করে পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯ আসনে। বাদ পড়া একটি আসন হলো নওগাঁ-২। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে ইসি। এছাড়া এবার মোট ভোটার সংখ্যা রয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৫২।
বাংলাবার্তা/এআর