দীপু মনি, রুমানা, রিমি। বাংলা বার্তা
সরকারের নতুন মন্ত্রিসভায় ঠাঁই হল তিনজন নারী সংসদ সদস্যের। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিবেন তারা। যার মধ্যে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী । ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রী।
১১ জন প্রতিমন্ত্রীর তালিকায় জায়গা হল দু‘জন নারী সংসদ সদস্যের। যাদের দু‘জনই এবারের মন্ত্রীসভায় নতুন মুখ।
চাঁদপুর-৩ আসনে নির্বাচনে লড়েছেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপু মনি ১৬৫টি কেন্দ্রে ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজয়ী দীপু মনির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর সামসুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন মাত্র ২৪ হাজার ১৮৩ ভোট।
গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে নৌকা প্রতীকে ২৪ হাজার ৫২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য রুমানা আলী।
রুমানা আলী নির্বাচনে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি ট্রাক প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।
গাজীপুর-৪ সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি ৬৩ হাজার ৪০১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন আহমদ খান ২৬ হাজার ৩৪৯ ভোট পেয়েছেন। রিমি হচ্ছেন এই আসনে আগের সংসদ সদস্য তানজিম আহমদ সোহেল তাজের বড় বোন।
রিমি ও সোহেল তাজের পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন আহমদ খান সম্পর্কে তাজউদ্দিনের ভাই।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করায় শূন্য হওয়া এই আসনটিতে তারই পরিবারের দু‘জন সদস্যসহ তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তৃতীয় প্রার্থী হলেন সিপিবির আসাদুল্লাহ বাদল।
বাংলাবার্তা/এআর