নতুন মন্ত্রিসভার দায়িত্ব বন্টন বাংলা বার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের মন্ত্রিসভার দায়িত্ব বন্টন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সাথে তিনি জনপ্রশাসন মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও থাকবেন।
অন্যান্যরা যে দায়িত্বে থাকবেন : ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী), ড. হাছান মাহমুদ (পররাষ্ট্র মন্ত্রী), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী), কর্নেল অব. ফারুক খান (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রী), নাজমুল হাসান পাপন (যুব ও ক্রীড়া মন্ত্রী), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (শিল্পমন্ত্রী), আসাদুজ্জামান খান (স্বরাষ্ট্রমন্ত্রী), মো: তাজুল ইসলাম (স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী), আবুল হাসান মাহমুদ আলী (অর্থমন্ত্রী)।
আনিসুল হক (আইনমন্ত্রী), আব্দুস শহীদ (কৃষি মন্ত্রী), সাধন চন্দ্র মজুমদার (খাদ্যমন্ত্রী), র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী), আব্দুর রহমান (মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী), নারায়ণ চন্দ্র চন্দ (ভূমি মন্ত্রী), আব্দুস সালাম (পরিকল্পনামন্ত্রী), মহিবুল হাসান চেীধুরী (শিক্ষামন্ত্রী), দীপু মনি (সমাজ কল্যাণ মন্ত্রী), সাবের হোসেন চেীধুরী (পরিবশে ও জলবায়ু মন্ত্রী), জাহাঙ্গীর কবির নানক (বস্ত্র ও পাট মন্ত্রী), ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রী), ফরিদুল হক খান (ধর্মমন্ত্রী ), স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী) এবং ডা. সামন্ত লাল সেন (স্বাস্থ্যমন্ত্রী)।
বাংলাবার্তা/এআর