শেখ হাসিনা, শি জিনপিং। বাংলা বার্তা
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে শেখ হাসিনা টানা ৪র্থ বারের প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী লি কিয়াং পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এর আগে সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ওয়েন।
শি জিনপিং বলেছেন, বাংলাদেশ-চীনের মধ্যেকার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফলে রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করবে এবং বেল্ট অ্যান্ড রোড কোপারেশনের কৌশলগত অংশীদারত্বকে চীন-বাংলাদেশ আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি। বাদ পড়া আসন হল নওগাঁ-২। ঘোষিত ফলাফল হল ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন। ১১টি আসন জাতীয় পার্টি পেয়েছে। একটি করে পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এবার মোট ভোটার সংখ্যা রয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৫২।
বাংলাবার্তা/এআর