সচিবালয়। বাংলা বার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকারের মন্ত্রিসভায় পঁচিশ জন মন্ত্রী ও এগারো জন প্রতিমন্ত্রী মোট ৩৬ জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) তাদের বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি। বাদ পড়া আসন হল নওগাঁ-২। ঘোষিত ফলাফল হল ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসন। ১১টি আসন জাতীয় পার্টি পেয়েছে। একটি করে পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯ আসনে। বাদ পড়া একটি আসন হলো নওগাঁ-২। এই আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করে ইসি। এছাড়া এবার মোট ভোটার সংখ্যা রয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ আর নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৫২।
বাংলাবার্তা/এআর