ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লোগো এবং শিশু আয়ান (ছবি: বাংলাবার্তা)
রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় টনক নড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।
তিনি জানান, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্ব-প্রনোদিত হয়ে তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তদন্ত কমিটির। প্রতিবেদন হাতে পাওয়ার পরই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন যেহেতু বিষয়টি তদন্তধীন রয়েছে, তাই এখন কিছুই করতে পারছি না।
ওই প্রতিষ্ঠানের নিবন্ধন নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, তারা নিবন্ধনের জন্য আবেদন করেছে। কিন্তু আবেদনে ত্রুটি থাকায় তাদের নিবন্ধন দেওয়া হয়নি। তাদেরকে পুনরায় আবেদন করতে বলা হয়েছে। নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত তারা চিকিৎসার কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
গেল বছরের ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইডেট হাসপাতালে সুন্নতে খতনা করার জন্য শিশু আয়ানকে নিয়ে আসে তার পরিবার। এরপর সেদিন রাত ৯টায় অ্যানেস্থেসিয়া দিয়ে শিশুটিকে অজ্ঞান করা হয়। দীর্ঘ সময়েও জ্ঞান না ফেরায় তাকে নিয়ে যাওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে। সেখানে লাইফসাপোর্টে থাকাকালীন শিশু আয়ানের মৃত্যু হয়।
বাংলাবার্তা/এসএ