ছবি সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এই সরকারে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করাবেন। আর সেই জন্য ইতোমধ্যে বঙ্গভবনে পৌছেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৭টার দিকে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে এদিন রাত ৭টায় বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন শেখ হাসিনা। এই শপথগ্রহণের মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।
বাংলাবার্তা/এসএ